দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে অযোধ্যায় রামমন্দিরের প্রাণপ্রতিষ্ঠা, দেশজুড়ে চলছে উৎসব  

নিউজ ডেস্কঃ ঐতিহাসিক মুহুর্তের সাক্ষি থাকলো গোটা দেশ।দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে অযোধ্যায় রামমন্দিরের প্রাণপ্রতিষ্ঠা হল।রামমন্দিরের গর্ভগৃহে রামলালার প্রাণপ্রতিষ্ঠা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


এদিন রামমন্দিরে পৌঁছে গর্ভগৃহে যান নরেন্দ্র মোদী।সেখানে শুরু হয় রামলালার প্রাণপ্রতিষ্ঠার আচার অনুষ্ঠান।অভিজিৎ মুহুর্তের মাহেন্দ্রক্ষনেই হল রামলালার প্রাণপ্রতিষ্ঠা।রামমন্দিরের গর্ভগৃহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত, অযোধ্যার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল।নরেন্দ্র মোদীর সঙ্গে পুজোয় যোগ দেন তারা।

একে একে সমস্ত নিয়ম মেনে পুজো করা হয়।পঞ্চপ্রদীপে রামলালার আরতি করেন প্রধানমন্ত্রী।আকাশপথে হেলিকপ্টারে করে পুষ্পবৃষ্টি করা হয়।রামভজন, শঙ্খধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা অযোধ্যা।আর এই রামময় মুহুর্তের সাক্ষী থাকলেন গোটা দেশবাসী।এদিন প্রাণপ্রতিষ্ঠা সম্পন্ন হতেই সাষ্টাঙ্গে রামলালাকে প্রণাম করেন মোদী।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *