শিলিগুড়ি, ৫ এপ্রিলঃ আগামী ১০ এপ্রিল রামনবমী উৎসব।শান্তিপূর্ণভাবে উৎসব পালন করতে মঙ্গলবার রামনবমী কমিটির সদস্যদের নিয়ে এনজেপি থানায় বৈঠক করা হল।
এদিনের বৈঠকে সুষ্টভাবে উৎসব পালনের কথা বলা হয়েছে।বৈঠকে ডিসিপি ইস্ট জয় টুডু, এসিপি শুভেন্দ্র কুমার,এনজেপি থানার ওসি সমীর তামাং সহ পুলিশের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকেরা উপস্থিত ছিলেন।