আগামী ১০ এপ্রিল রামনবমী মহোৎসব উপলক্ষে শিলিগুড়িতে শোভাযাত্রার আয়োজন  

শিলিগুড়ি,৭ এপ্রিলঃ আগামী ১০ এপ্রিল রামনবমী মহোৎসব উপলক্ষে মাল্লাগুড়ির হনুমান মন্দির থেকে শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।বৃহস্পতিবার শিলিগুড়ি জার্নালিস্টস ক্লাবে সাংবাদিক বৈঠক করে বিষয়টি জানালেন শ্রী রামনবমী মহোৎসব সমিতির সদস্যরা।


এদিন শ্রী রামনবমী মহোৎসব সমিতির সম্পাদক লক্ষণ বনসল জানান, করোনা মহামারীর কারণে বিগত দুই বছর ধরে আমরা শোভাযাত্রা বের করতে পারিনি।১০ এপ্রিল সকালে মাল্লাগুড়ির হনুমান মন্দিরে পুজো করে ১০টা ১৫ মিনিটে শোভাযাত্রা বের হবে।এই শোভাযাত্রা শহরে মূল সড়ক এয়ারভিউ মোড়,সেবক মোড়,পানিট্যাঙ্কি মোড়,ভেনাস মোড়,বর্ধমান রোড, জলপাইমোড় হয়ে শিলিগুড়ি হিন্দি হাইস্কুলে পৌঁছে শেষ হবে।সেখানে ভক্তদের প্রসাদ বিতরণ করা হবে।

পাশাপাশি চম্পসারি, শিবমন্দির,ঘোগোমালি,ফুলবাড়ি,শালবাড়ি,শালুগাড়া থেকেও শোভাযাত্রা বের হবে এবং মূল শোভাযাত্রায় মিলিত হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *