দেশজুড়ে লকডাউন, আপনার বাড়িতে চাল পৌঁছে দেবে ‘রঙ্গিত রাইস’

করোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন।সকলকে ঘরবন্দি থাকার অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।এমতবস্থায় নিত্যপ্রয়োজনীয় জিনিসের দোকান খোলা থাকলেও অনেকেই বাড়ির বাইরে বের হতে পারছেন না।সেই কারণে এবার হোম ডেলিভারি সার্ভিস দেওয়ার সিদ্ধান্ত নিল উত্তরবঙ্গের অন্যতম রাইস প্যাকেজিং ইউনিট রঙ্গিত রাইস তথা এমজে গ্রেইন।যদি আপনি আপনার খাবারের মেন্যুতে স্বাস্থ্যকর খাওয়ার রাখতে চান।তাহলে আপনাকে অবশ্যই বেছে নিতে হবে রঙ্গিত।


সকলের কাছে একটাই আবেদন আপনারা দেশের স্বার্থে,দশের স্বার্থে বাড়িতেই থাকুন।আপনাদের প্রয়োজনে সুরক্ষিত ভাবে রঙ্গিত রাইস চাল পৌঁছে দেবে আপনার বাড়িতে।সকলের কথা ভেবে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে এই অনলাইন হোম ডেলিভারির প্রক্রিয়াটি চালু করা হয়েছে। www.rangeet.in এই সাইটে গিয়ে অনলাইন বুকিং করলেই আপনার বাড়িতে সুরক্ষিত ভাবে পৌঁছে যাবে চাল।সর্বনিম্ন পরিমাণ মাত্র ৫ কেজি।সঠিক মূল্যেই ঘরে বসে পাবেন আপনি এই সুবিধা।

অন্যদিকে সকলের কাছে আবেদন আপনারা আতঙ্কিত হবেন না।অতিরিক্ত মাত্রায় চাল মজুদ করবেন না।কৃত্তিম খাদ্যসঙ্কট তৈরি করবেন না।কোম্পানির তরফে শিলিগুড়ি এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে সঠিক মূল্যে পৌঁছে দেওয়া হচ্ছে চাল।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *