শিলিগুড়ি,২৫ আগস্টঃ শিলিগুড়ি পুরনিগম এলাকায় চালু র্যাপিড অ্যান্টিজেন টেস্ট। ৪ নম্বর ওয়ার্ডের পৌর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে র্যাপিড অ্যান্টিজেন শুরু হল। এই ওয়ার্ডের বাসিন্দাদের টেস্ট করা হচ্ছে বলে জানা গিয়েছে। নাক থেকে নমুনা সংগ্রহ করে তা অ্যান্টিজেন কিটে দেওয়া হচ্ছে। ১৫-৩০ মিনিটের মধ্যে সেই রিপোর্ট জানিয়ে দেওয়া হচ্ছে বাসিন্দাদের। ৪ নম্বর ওয়ার্ডের বেশকয়েকজনের রিপোর্ট পজিটিভও আসে। তবে যাদের নেগেটিভ আসছে, তাদের কোনো উপসর্গ থাকলে সেক্ষেত্রে আরটিপিসিআর এর জন্যও নমুনা সংগ্রহ করা হচ্ছে।
ইতিমধ্যেই শিলিগুড়ির বিভিন্ন বাজার কমিটিগুলির সঙ্গে বৈঠক সেরেছে জেলা প্রশাসনের কর্তারা। চলতি সপ্তাহ থেকেই শিলিগুড়ির বিভিন্ন বাজারগুলিতেও একইভাবে এই র্যাপিড অ্যান্টিজেন চালু হবে। ব্যবসায়ীরা করোনা সংক্রমিত কিনা তা দেখা হবে এই টেস্টের মাধ্যমে। আগামীকাল শহরের একটি বাজারেও ব্যবসায়ী ও বাসিন্দাদের এই টেস্ট হবে বলে জানা গিয়েছে।