শিলিগুড়ি, ২০ জানুয়ারিঃ ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভার রাধারবাড়িতে ভারতীয় জনতা যুব মোর্চার তরফে ‘সীমান্ত গ্রাম পরিদর্শন ও সম্পর্ক অভিযান’ করা হল। শুক্রবার এই যাত্রায় উপস্থিত ছিলেন বিজেপির যুব মোর্চার রাজ্যে কমিটির সহ সভাপতি প্রিয়াঙ্কা শর্মা, যুব মোর্চার পলিসি এন্ড রিসার্চ ইনচার্জ অনুরুদ্ধ মন্ডল, জলপাইগুড়ি জেলার বিজেপি যুব মোর্চা সভাপতি পলেন ঘোষ সহ স্থানীয় নেতৃত্বরা।
জানা গিয়েছে, বিজেপির যুব মোর্চার তরফে আজ থেকে রাজ্যজুড়ে এই সীমান্ত গ্রাম পরিদর্শন ও সম্পর্ক অভিযান শুরু করা হয়েছে।যা আগামী তিনদিন চলবে। এই অভিযানে বিভিন্ন সীমান্তবর্ত্তী এলাকায় গিয়ে সাধারন মানুষের অভাব অভিযোগে শুনবেন বিজেপি কর্মীরা। অন্যদিকে এদিন রাজগঞ্জ পোষ্ট অফিস মোড় থেকে বিজেপির যুব মোর্চার তরফে একটি বাইক র্যালি করা হয়।
প্রিয়াঙ্কা শর্মা জানান, ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে এই সীমান্ত গ্রাম পরিদর্শন ও সম্পর্ক অভিযান শুরু হয়েছে৷ আমরা সীমান্তবর্তী গ্রামে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলছি। অনেকেই আবাস যোজনার ঘর সহ নানা বিষয়ে অভাব অভিযোগ করেছেন।সেইসব অভাব অভিযোগগুলি আমরা প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্র দপ্তরে পাঠাবো। যাতে সাধারণ মানুষের সঠিক সুযোগ সুবিধা পায়।