শিলিগুড়ি, ৫ অক্টোবরঃ রাস্তা দখল করে ফেলে রাখা গাড়ি, ফ্ল্যাট তৈরির নির্মাণ সামগ্রী।কোথাও আবার ফুটপাত, রাস্তা দখল করে দোকান।তেমন চোখে পড়লেই এবার হুটার লাগানো গাড়ি নিয়ে হাজির হবে পুরনিগম।রাস্তা দখলমুক্ত যেমন করা হবে তেমনই জরিমানাও করা হবে।
মঙ্গলবার থেকে শহরের যানজট কমাতে এমনই উদ্যোগ নিয়েছেন পুরনিগমের প্রশাসক মণ্ডলী।এদিন প্রশাসক মণ্ডলীর সদস্য রঞ্জন সরকার,মানিক দে অভিযানে নামেন।বাঘাযতীন পার্কের সামনে থেকে বেশকিছু দোকান সরানো হয়।এছাড়া কলেজ পাড়া এলাকায় দেখা যায় বেশকয়েক জায়গায় বাড়ি তৈরির বালি পাথর রাস্তা দখল করে ফেলে রাখা।একটি ফ্ল্যাটের সামনে প্রচুর পাথর রাস্তাজুড়ে ফেলে রাখা হয়েছিল।সেগুলি সরিয়ে দেওয়া হয়।
পাশাপাশি ফ্ল্যাটের প্রমোটারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় পুরনিগমের তরফে।পুজোর সময় লাগাতার এই অভিযান চলবে বলে জানান রঞ্জন সরকার।