শিলিগুড়ি, ৭ জুলাইঃ দীর্ঘ কয়েকবছর ধরে এলাকার পরিস্থিতি বেহাল।ভোটের পরেও বদলায়নি এলাকার ছবি।বর্ষা এলেই রাস্তা পরিণত হয়ে যায় নদীতে।আর এই নদী পার করেই প্রতিনিয়ত যাতায়াত করতে হয় মানুষকে।এই ছবি শিলিগুড়ির ৪৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত চম্পসারি অঞ্চলের ইন্দিরাপল্লী যাওয়ার রাস্তা।
জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতভর বৃষ্টিতে এলাকার রাস্তা প্রায় নদীতে পরিণত হয়।নিকাশি ব্যবস্থা না থাকার কারণে জলমগ্ন হয়ে পড়ে রাস্তা ও এলাকা।যে কারণে সমস্যায় পড়ছেন বাসিন্দারা।স্কুল ও অফিস যেতে প্রতিনিয়ত সমস্যায় পড়ছেন এলাকার পড়ুয়া থেকে বাসিন্দারা।
স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন রাস্তার জন্য সমস্যায় পড়তে হয়।রাস্তা ও নিকাশি নালার জন্য বেশ কয়েকবার কাউন্সিলরকে জানিয়ে কোন লাভ হয়নি।দীর্ঘদিন থেকে এলাকার কোন উন্নয়ন হয়নি।এলাকায় না রাস্তা হয়েছে, না হয়েছে সঠিক নিকাশি ব্যবস্থা।নতুন কাউন্সিলর হওয়ার পর এলাকার সমস্যা সমাধান হবে এমনটাই আশা করেছিলেন বাসিন্দারা।তবে শুধুমাত্র পরিবর্তন হয়েছে কাউন্সিলর।এলাকার সমস্যা যেমন ছিল তেমনটাই রয়ে গেছে।
এদিন ৪৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিলীপ বর্মনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন বাসিন্দারা।