রাস্তা জুড়ে সিটি অটোর অবৈধ পার্কিং, ক্ষুদ্ধ ব্যাবসায়ীরা

শিলিগুড়ি,২৬ ডিসেম্বরঃ রাস্তায় যত্রতত্র সিটি অটোর অবৈধ পার্কিং এর বিষয়ে ক্ষোভ উগরে দিলেন ব্যাবসায়ীরা।শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কগুলিতে দেখা যাচ্ছে রাস্তায় দুধার জুড়ে অবৈধ পার্কিং,যার ফলে একদিকে যেমন যানযটের সৃষ্টি হচ্ছে তেমনই সমস্যায় পড়ছেন ব্যাবসায়ীরা। আজ এমনই এক ঘটনা ঘটে সেবক রোডে, শুরু হয় ব্যাবসায়ী এবং সিটি অটোচালকদের মধ্যে বচসা।


ব্যাবসায়ীরা জানান, অটো পার্কিং এর জন্য স্ট্যান্ড বানানো রয়েছে তারপরেও কেন রাস্তায় এই অবৈধ পার্কিং।তারা আরও জানান, এই অবস্থায় তারা সেবক রোডে দোকান বন্ধ রাখবেন এবং প্রশাসনকে শীঘ্রই এই সমস্যার সমাধান করতে হবে।

অন্যদিকে সিটি অটো চালকেরা জানান, রাস্তাজুড়ে রয়েছে টোটো, তারাও অবৈধ পার্কিং করছে, যার ফলে তাদের রুজিরোজগারে টান পড়ছে। সেকারণেই যত্রতত্র গাড়ি থামিয়ে যাত্রী তুলতে হচ্ছে তাদের। যতদিন টোটোর সমস্যার সমাধান হবে না ততদিন সিটি অটোর সমস্যার সমাধানও সম্ভব নয়।


তবে পার্কিং এর সমস্যায় ব্যাবসায়ীদের অভিযোগের ভিত্তিতে ট্রাফিক পুলিশের আজ একটি মিটিং রয়েছে।সেই মিটিং এ ব্যাবসায়ী এবং অটোচালক উভয় পক্ষের কথা মাথায় রেখেই বেশকিছু সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *