শিলিগুড়ি, ১৪ ফেব্রুয়ারিঃ শিলিগুড়ি সংলগ্ন ডাবগ্রাম দুই অঞ্চলের মধ্য শান্তিনগর এলাকায় রাস্তা সংস্কারের কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠলো দুই তৃণমূল নেতার বিরুদ্ধে।রাস্তার কাজ বন্ধ হওয়ায় সমস্যায় স্থানীয় বাসিন্দারা।
জানা গিয়েছে, ডাবগ্রাম দুই অঞ্চলে বিগত বোর্ড মিটিংয়ে রাস্তা সংস্করণের কাজের টেন্ডার পাস হয়।সেই মোতাবেক মধ্য শান্তিনগর এলাকায় রাস্তার কাজ শুরু হয়।মঙ্গলবার হঠাৎই সেই কাজ বন্ধ করে দেয় স্থানীয় দুই তৃণমূল নেতা।বিজেপির অভিযোগ, স্থানীয় প্রধান রাস্তার কাজের উদ্বোধন করেননি সেই কারণেই রাস্তার কাজ বন্ধ করে দিয়েছে তৃণমূলের দুই নেতা।এদিকে রাস্তার কাজ বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন স্থানীয়রা।দ্রুত রাস্তার কাজ শুরু হোক এমনটাই চাইছেন স্থানীয় বাসিন্দারা।
এদিন স্থানীয় বিজেপি পঞ্চায়েত সদস্য তথা বিরোধী দলনেতা রঞ্জিত রায় বলেন,আজ সকালেও রাস্তার কাজের মেশিন চালু ছিল।তবে বাড়ি থেকে এসে দেখি কাজটি বন্ধ।তৃণমূল নেতা কিশোর দাস আর যোগেন্দ্র প্রসাদ কাজ বন্ধ করে দিয়েছে।কারণ জানতে গেলে চড়াও হয় তারা।তাদের বক্তব্য প্রধান যেহতু রাস্তার কাজের উদ্বোধন করেনি।তাই কাজ বন্ধ থাকবে।
এই বিষয়ে প্রধান সুধা সিংহ চ্যাটার্জী বলেন, এরকম কোনো ঘটনা ঘটেনি।তবে যে কোনো কাজ অঞ্চল থেকে শুরু হলে প্রতিটি কন্টাকটার প্রধানকে ডাকে।সেখানে কি কাজ হচ্ছে, অঞ্চল থেকে গিয়ে দেখা হয়।তৃণমূল কর্মীরা সিস্টেমটা জানে।তাই হয়তো তারা বলেছে।