রাস্তার উপর গুরুং বস্তি বাজার, এবার সরানোর পরিকল্পনা পুরনিগমের

শিলিগুড়ি, ২৩ সেপ্টেম্বরঃ সরে যাবে গুরুংবস্তি বাজার? শিলিগুড়ির ৩ নম্বর ওয়ার্ডে রাস্তার উপরে থাকা গুরুংবস্তি বাজারকে অন্যত্র সরিয়ে দেওয়া হতে পারে।


পুরনিগমের তরফে বাজারটিকে অন্যত্র নিয়ে যাওয়া হতে পারে। গুরুং বস্তিতে রাস্তার উপরে থাকা এই বাজারের জেরে যান চলাচল ব্যাহত হচ্ছে বহুদিন ধরে। এ নিয়ে শনিবার মেয়রকে বলোতে অভিযোগ করেন এক বাসিন্দা। যদিও এর আগেই রাস্তা দখল করে থাকা এই বাজার নিয়ে অসন্তোষপ্রকাশ করেছিলেন মেয়র গৌতম দেব। ফের একবার এই বাজার নিয়ে অভিযোগ আসতেই বাজার সরানোর ব্যাপারে যে পরিকল্পনা রয়েছে তা জানিয়েছেন মেয়র।

গুরুংবস্তিতে রাস্তার উপর সবজি, মাছ মাংসের বাজার বসছে বহুদিন ধরেই। এর জেরে রাস্তার একপাশ বন্ধ হয়েছে। অন্যপাশ দিয়ে যান চলাচল করলেও সমস্যায় পড়তে হয় পথচলতি লোকজনকে। রাস্তার মধ্যে এভাবে বাজার বসলেও আগে কেন তা আটকানো হয়নি সেই প্রশ্ন মেয়রের।


শনিবার তিনি ক্ষোভের সুরেই বলেন, রাজনৈতিক কারণে বছরের পর বছর শহরকে অবরুদ্ধ করে দেওয়া হয়েছে। একদিনে এটা হয়নি। অনেক জায়গায় ভেঙেছি।নাম না করেই এদিন বিগত বাম বোর্ডকে দোষারোপ করেছেন তিনি। ফুটপাত বানানো হলেও মানুষ ব্যবহার করতে পারছে না বলেই দাবি করেন মেয়র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibomjojobetCasibomcasibom girişcasibomcasibom girişCASİBOMCasibomholiganbet girişcasibom girişjojobetjojobet girişjojobet güncel girişCasibomcasibomjojobetcasibomcasibom güncel girişcasibomcasibom girişcasibom giriş