শিলিগুড়ি, ৬ জানুয়ারিঃ কোনো প্রাকৃতিক দুর্যোগ ছাড়াই রাস্তার পাশে উপড়ে পড়ে রয়েছে দুটি গাছ।ঘটনায় হতবাক সকলে।
শুক্রবার সকালে শিলিগুড়ির ১৩ এবং ৪০ নম্বর ওয়ার্ডে সংযোগস্থল প্রণামী মন্দির রোডে একটি কৃষ্ণচূড়া ও পাকুর গাছ উপড়ে পড়ে রয়েছে দেখতে পান স্থানীয়রা।এরপরই খবর দেওয়া হয় শিলিগুড়ি পুরনিগমকে।খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পুরনিগমের জঞ্জাল অপসারন দপ্তরের মেয়র পারিষদ মানিক দে।কি করে গাছের গোড়া উপড়ে গাছ পড়ে রয়েছে তাতে সন্দেহ দানা বাদে সকলের। এরপর খবর দেওয়া হয় বনদপ্তরকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় বনদপ্তরের কর্মীরা এবং পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ।ঘটনার তদন্ত শুরু করেছে বনদপ্তর।
এই বিষয়ে জঞ্জাল অপসারন বিভাগের মেয়র পরিষদ মানিক দে বলেন, গাছের গোড়ায় কোনো কেমিক্যাল দিয়ে গাছের গোড়া পচিয়ে গাছ উপড়ে ফেলে দেওয়ার চক্রান্ত হতে পারে।তিনি মনে করেন, বর্তমানে শিলিগুড়ি শহর ক্রমশ বিস্তার লাভ করছে, বাড়ির সামনে বা রাস্তার মধ্যে এত বড় গাছ থাকলে অনেকের অসুবিধা হতে পারে তাই এভাবে গাছ সরিয়ে ফেলার চক্রান্ত করতে পারেন কেউ।গোটা ঘটনার তদন্ত নেমেছে শিলিগুড়ি পুরনিগম।
এদিকে গাছ উপড়ে পড়ে যাওয়ায় বর্তমানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে এলাকায়।