রাস্তার পাশেই বিনে পয়সার স্টল, দুঃস্থরা নিতে পারবে প্রয়োজনীয় জিনিস

শিলিগুড়ি,৫ নভেম্বরঃ আপনার অপ্রয়োজনীয় জিনিস ফেলবেন না, হতে পারে সেটা অন্যের প্রয়োজনীয় জিনিস।এমনি চিন্তা ভাবনা মাথায় রেখে এগিয়ে এল শিলিগুড়ির এক সেচ্ছাসেবী সংস্থা।সংস্থার তরফে শিলিগুড়ির একতিয়াশাল বাজার সংলগ্ন এলাকায় একটি স্টল খোলা হয়েছে।যেখানে আপনার বাড়ির অপ্রয়োজনীয় জিনিস যেমন জামা,কাপড়, জুতো এমনকি শুকনো খাবার আপনি সেখানে দিয়ে যেতে পারবেন।তারা সেই জামা কাপড়গুলো দুঃস্থ মানুষদের হাতে বিনামূল্যে তুলে দেবেন।


সংস্থার এক আধিকারিক জানান,তাদের প্রধান লক্ষ্য হল সমাজের দুঃস্থ মানুষদের পাশে দাঁড়ানো।সেই কারণে তাদের এই অভিনব প্রচেষ্টা। তিনি আরো জানান, করোনা পরিস্থিতি লকডাউন হয়ে যাওয়ায় অনেকেই কর্মহীন হয়েছেন। পুজোতে জামা কাপড়ও কিনতে পারেনি।তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই খোলা হয়েছে স্টল।গত ২৬ অক্টোবর থেকে এই স্টল খোলা হয়েছে।শিলিগুড়ির বিভিন্ন জায়গা থেকে অনেকেই সাহায্য করেছেন, নতুন জামাও অনেকে কিনে দিচ্ছে।সেই জামাকাপড়গুলিকে জীবাণুমুক্ত করে তা দুঃস্থ মানুষদের জন্য স্টলে রাখা হচ্ছে।নিজেদের প্রয়োজন মতো সেই জিনিস নিতে পারবেন দুঃস্থ মানুষেরা।  


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *