রাস্তায় নকল সোনা ফেলে প্রতারণার ফাঁদ! ধরা পড়ল যুবক

শিলিগুড়ি, ৪ সেপ্টেম্বরঃ রাস্তায় সোনা কুড়িয়ে পেয়েছেন!ভেবেছেন যাক ভালোই হল।কিন্তু কিছুক্ষণ পর যা  ঘটে তাতে মাথায় হাত পড়ে।আর ভাবতে বাধ্য হবেন এটা কী করলাম।


শিলিগুড়ি শহরজুড়ে মাঝেমধ্যেই এমন ঘটনা ঘটছে।রাস্তায় সোনা পেয়েছেন বলে কুড়িয়ে নেন।তখনই ঘটনাস্থলে এক রিকশাচালক এসে হাজির হয়।জানায় সোনাটি আপনি নিয়ে নিন।আমি কিছু বলবো না কাউকে।শুধু কিছু টাকা দিয়ে দিন।আর লক্ষ টাকার সোনা পেয়েছেন ভেবে অনেকে ২০-৩০ হাজার টাকা দিয়েও দেন।কিন্তু পরে যারা সেই সোনা নেন জানতে পারেন যে সেটি আসল সোনা নয়।সবটাই নকল।

শনিবার বিকেলে বর্ধমান রোডে এমন এক প্রতারককে হাতেনাতে ধরে ফেলেন বাসিন্দারা।যুবককে বেধে রেখে খবর দেওয়া হয় পুলিশে।খালপাড়া ফাঁড়ির পুলিশ এসে যুবককে আটক করে নিয়ে যায়।


জানা গিয়েছে, কয়েকদিন আগে ওই যুবক ও আরও কয়েকজন এক দম্পতিকে ফাঁদে ফেলে।তাঁদের থেকে ৩০ হাজার টাকা নিয়ে নেয়।পরে দম্পতি জানতে পারেন যে তাঁরা নকল সোনা পেয়েছেন।শহরে এর পেছনে বড় চক্র কাজ করছে বলে সন্দেহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *