রাজগঞ্জের আদর্শপল্লী শ্রী শ্রী গৌরনিতাই মন্দিরের রথযাত্রা উৎসবের প্রস্তুতি শুরু   

রাজগঞ্জ, ৪ জুনঃ রাজগঞ্জের আদর্শপল্লী শ্রীশ্রী গৌরনিতাই মন্দিরে অনুষ্ঠিত হবে জগন্নাথদেবের রথযাত্রা।জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে ৯ দিন ব্যাপী ধর্মীয় অনুষ্ঠানের উদ্যোগ নেওয়া হয়েছে।আজ সাংবাদিক বৈঠক করে জানালেন মন্দির কমিটির সদস্যরা।


বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের ফাঁড়াবাড়ি এলাকার আদর্শপল্লী শ্রীশ্রী গৌরনিতাই মন্দিরের এবছর তৃতীয় রথযাত্রা উৎসব।এবছর জাকজমকভাবে রথযাত্রা উৎসব করার উদ্যোগ নেওয়া হয়েছে।স্থানীয় আদর্শপল্লী স্মরণীয় ক্লাবের সহযোগিতায় ৯ দিনব্যাপী অনুষ্ঠান হবে।আগামী ২০ জুন মন্দির প্রাঙ্গণ থেকে রথ বেরোবে।প্রতিদিন বিকেলে পুজো, সন্ধ্যাআরতি, প্রবচন ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।

আগামী ২৮শে জুন স্মরণীয় ক্লাব প্রাঙ্গণ থেকে উল্টো রথযাত্রা শুরু করে বিভিন্ন পথ পরিক্রমা করার পর মন্দিরে এসে শেষ হবে।তারই প্রস্তুতি চলছে জোরকদমে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *