শিলিগুড়ির ইসকন মন্দিরে রথাযাত্রার প্রস্তুতি শুরু

শিলিগুড়ি, ৬ জুনঃ আগামীমাসে রথযাত্রা।তার আগেভাগেই রথযাত্রা নিয়ে প্রস্তুতি শুরু শিলিগুড়ির ইসকন মন্দিরে।সোমবার সকালে ভগবান জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা দেবীর পূজা করা হয়।এরপরই আজ থেকে শুরু হল রথ তৈরির কাজ।এদিন রথের চাকা থেকে শুরু করে সমস্ত বিষয় খতিয়ে দেখেন মন্দিরের কর্তৃপক্ষ।পাশাপাশি রথ পরিষ্কার পরিচ্ছন্ন ও রং করার কাজও শুরু করা হয়েছে।


জানা গিয়েছে, দীর্ঘ দুবছর করোনা মহামারীর কারণে রথযাত্রায় ইসকনের রথ বাইরে বের করা হয়নি।মন্দির চত্বরেই জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রার রথযাত্রার আয়োজন করা হয়েছিল।এবারে আগামী মাসের ১তারিখ রথযাত্রা অনুষ্ঠিত হবে।তাই এবছর কোনোরকম খামতি রাখতে চাইছে না ইসকন কর্তৃপক্ষ।প্রতি বছরের ন্যায় এবছরও ধুমধাম করে রথযাত্রা করার সিদ্ধান্ত নিয়েছে মন্দির কর্তৃপক্ষ।   

এদিন ইসকন মন্দিরের তরফে জনসংযোগ আধিকারিক নামকৃষ্ণ দাস বলেন, আজকে আমাদের রথ যাত্রার সূচনা হল।প্রতি বছরের ন্যায় এবছরও তিনটি রথ বের করা হবে।এবার আবার শিলিগুড়িবাসী শহরের রাস্তায় রথযাত্রা দেখতে পারবেন।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *