শিলিগুড়ি, ২৬ জানুয়ারিঃ ৭৩তম প্রজাতন্ত্র দিবসে পুলিশ কমিশনারেট ময়দান পতাকা উত্তোলন করলেন পুলিশ কমিশনার গৌরব শর্মা।
এদিনের প্যারেডের মধ্য দিয়ে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ নিজেদের শক্তি প্রদর্শন করে।প্যারেডে পাইলট ভ্যান, বুলেট প্রুফ কার থেকে শুরু করে দমকল, ট্রাফিক, অ্যান্টি ক্রাইম ট্যাবলো সামিল করা হয়েছিল।এদিন কমিশনার গৌরব শর্মা প্রথমে প্যারেড গ্রাউন্ড পরিক্রমা করেন।
করোনার কথা মাথায় রেখে ছোটো করেই অনুষ্ঠানের আয়োজন করা হয়।এদিন মহিলাদের সুরক্ষার স্বার্থে গঠন করা উইনার্স স্কোয়াড সহ বেশকয়েকজনকে সম্মানিত করা হয়।
কমিশনার গৌরব শর্মা বলেন, শহরের সুরক্ষার জন্য পুলিশ সজাগ রয়েছে।মাদকমুক্ত শহর গড়ে তুলতে কাজ করছে পুলিশ।এদিন উইনার্স স্কোয়াডেরও প্রশংসা করেন তিনি।