শিলিগুড়ি, ২৯ মার্চঃ রীতা সাহা খুনের ঘটনায় পলাতক ৩ অভিযুক্তকে গ্রেফতার করলো মাটিগাড়া থানার পুলিশ।বিহারের পাটনা থেকে ৩ অভিযুক্তকে গ্রেফতার করে শিলিগুড়িতে নিয়ে আসে পুলিশ।
উল্লেখ্য, রাজেশ কুমার গুপ্তা সোনি তার প্রথম স্ত্রী ও দুই সন্তানের সঙ্গে মিলে দ্বিতীয় স্ত্রী রীতা সাহাকে খুন করে।রাজেশ কুমার গুপ্তা প্রথমে বিয়ে করেন রেখা গুপ্তাকে।১২ বছর আগে রাজেশ কুমার দ্বিতীয়বার বিয়ে করেন রীতা সাহাকে।এরপর থেকে পারিবারিক অশান্তি শুরু হয়।তার প্রথম স্ত্রী রেখা গুপ্তা তুম্বাজোত এলাকায় থাকে এবং দ্বিতীয় স্ত্রী রাণানগর এলাকায় থাকতো।প্রতিদিন রাতে রাজেশ তার দ্বিতীয় স্ত্রীর কাছে যেত।কিন্তু ১৭ মার্চ রাতে বাড়িতে না আসায় রীতা সাহা তাকে খুঁজতে রেখা গুপ্তার বাড়িতে পৌঁছায়।সেখানে শুরু হয় ঝামেলা।
অভিযোগ, সেইসময় রাজেশ কুমার গুপ্তা ও তার প্রথম স্ত্রী রেখা গুপ্তা এবং তাদের দুই ছেলে ধারালো অস্ত্র দিয়ে রীতা সাহার উপর হামলা চালায়।গুরুতর আহত অবস্থায় রীতাকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।
ঘটনার পর রীতার পরিবারের তরফে মাটিগাড়া থানায় অভিযোগ দায়ের করা হয়।পুলিশ তদন্তে নেমে রাজেশ কুমার গুপ্তা সোনিকে গ্রেফতার করে।যদিও বাকি অভিযুক্তরা পালিয়ে যায়।এরপর মোবাইল টাওয়ার লোকেশনের ভিত্তিতে পলাতক রাজেশ কুমার গুপ্তা সোনির প্রথম স্ত্রী সহ দুই ছেলেকে পাটনা থেকে গ্রেফতার করে পুলিশ।ঘটনার দিন রাতের সিসিটিভি ফুটেজও হাতে এসেছে পুলিশের।
আজ ধৃতদের শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে।রাজেশ ও রেখার এক ছেলে নাবালক বলে জানা গিয়েছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।