ফাঁসিদেওয়া, ২০ নভেম্বরঃ ৩১ নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হল ১ জনের আহত দুজন।
জানা গিয়েছে, রবিবার ফাঁসিদেওয়ার বিধাননগর থেকে শিলিগুড়ি আসার পথে ৩১ নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে একটি চারচাকার গাড়ি।গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা বিদ্যুৎ এর খুঁটিতে ধাক্কা মারে।ঘটনাস্থলে মৃত্যু হয় চালকের।ঘটনায় গাড়িতে থাকা আরও দুজন আহত হন।স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিধাননগর প্রাথমিক হাসপাতালে নিয়ে গেলে পরে তাদের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।
মৃতের নাম সৌরভ বক্সী।বিধাননগরের বাসিন্দা বলে জানা গিয়েছে।পরে মৃতদেহ উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।গোটা ঘটনার তদন্তে নেমেছে বিধাননগর তদন্ত কেন্দ্রের পুলিশ।