ডালখোলা, ১৮ আগস্টঃ উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানার বস্তাডাঙ্গি ৩১ নম্বর জাতীয় সড়কে বাস এবং একটি চারচাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত ৩ জন।মৃতদের নাম মহম্মদ রমজান ও মহম্মদ লাদেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে একটি চারচাকা গাড়ি ডালখোলা থেকে কিষানগঞ্জের দিকে যাচ্ছিল।সেইসময় উল্টো দিক থেকে আসা একটি বেসরকারি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের।গুরুতর জখম হন আরও তিনজন।ঘটনার পর আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ডালখোলা থানার পুলিশ।পুলিশ মৃতদেহ গুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর হাসপাতালে পাঠায়।গোটা ঘটনার তদন্তে শুরু করেছে পুলিশ।