ঘন কুয়াশার কারণে মর্মান্তিক পথ দুর্ঘটনা, মৃত্যু বাবা ও ছেলের

রাজগঞ্জ, ১৩ জানুয়ারিঃ ঘন কুয়াশার কারণে মর্মান্তিক পথ দুর্ঘটনা, মৃত্যু হল বাবা ও আট বছরের ছেলের।ঘটনায় গুরুতর আহত আরও একজন।শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কের দশদরগা এলাকায়।মৃত দুজনের নাম দীপক দাস (৩০) ও ধীমান দাস(৮)।


জানা গিয়েছে, শুক্রবার রাতে জলপাইগুড়ির মোহিত নগরের বাসিন্দা দীপক দাস তাঁর স্ত্রী অনিমা দাস ও ছেলে ধীমানকে নিয়ে একটি স্কুটিতে করে দশদরগায় আসছিলেন।রাস্তায় ছিল ঘন কুয়াশা। সেইসময় দশদরগার কাছে জাতীয় সড়ক পার হতে গিয়েই বিপত্তি ঘটে। ঘন কুয়াশা থাকায় উল্টো দিক থেকে আসা লরি দেখতে না পেয়ে ধাক্কা মারে স্কুটিতে।রাস্তায় ছিটকে পড়েন তারা। ঘটনার পর স্থানীয়রা গুরুতর জখম অবস্থায় তাঁদের উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়।সেখানে কর্তব্যরত চিকিৎসকরা দুজনকে মৃত বলে ঘোষণা করে।অন্যদিকে আহত মহিলার শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে শিলিগুড়ির এক বেসরকারি হাসপাতালে পাঠানো হয়।

এদিকে ঘটনার পরই পালিয়ে যায় ঘাতক লরিটি। জাতীয় সড়কে সিগন্যালের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয়রা।খবর পেয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ পৌঁছে অবরোধ তুলে দেয় এবং পরিস্থিতি স্বাভাবিক করে।


এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে জলপাইগুড়ির মোহিত নগর এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *