কালিয়াগঞ্জ,১৯ এপ্রিলঃ কালিয়াগঞ্জে রোড শো করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।সোমবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে প্রচারে আসেন অমিত শাহ।কালিয়াগঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী সৌমেন রায়ের সমর্থনে রোড শো করেন তিনি।
কালিয়াগঞ্জ শহরের সুকান্ত মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন এলাকা পরিক্রমা করে বিবেকানন্দ মোড়ে গিয়ে শেষ হয় এই রোড শো।জেলা নেতৃত্বের পাশাপাশি বহু বিজেপি কর্মী-সমর্থক এদিনের রোড শো’তে অংশ নেন।