দার্জিলিং পুলিশের তরফে চালু হতে চলেছে ‘রোকিনে ছৈন শিক্ষা’ প্রকল্প

দার্জিলিং, ৬ আগস্টঃ দার্জিলিঙে স্কুল অ্যাসোসিয়েশনের প্রধান শিক্ষকদের সহযোগিতায় এবং দার্জিলিং পুলিশের তরফে চালু হতে চলেছে ‘রোকিনে ছৈন শিক্ষা’ প্রকল্প।এই প্রকল্পের মাধ্যমে দার্জিলিং পুলিশের তরফে পাহাড়ের নবম ও দশম শ্রেণীর মেধাবী পড়ুয়াদের স্মার্ট ফোন প্রদান করা হবে।


জানা গিয়েছে, এই কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন দার্জিলিং পুলিশের পুলিশকর্মীরা।পুলিশকর্মীরা তাদের এক দিনের বেতন এই প্রকল্পের জন্য দান করেছেন।পড়ুয়াদের স্মার্ট ফোনের সাথে সিম কার্ডও দেওয়া হবে  যাতে আগামী তিন মাসের জন্য ইন্টারনেট বৈধতা থাকবে।আগামী ১৬ আগস্ট এই প্রকল্পের উদ্বোধন করা হবে।

প্রান্তিক এলাকায় যেখানে ভালো ইন্টারনেই পরিষেবা নেই সেখানকার মেধাবী পড়ুয়াদের কথা মাথায় রেখেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।  


 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *