শিলিগুড়ি, ১৩ আগস্টঃ মাটিগাড়া থানা সংলগ্ন এলাকায় একটি রঙের গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল।
জানা গিয়েছে, আজ দুপুরে মাটিগাড়া থানা সংলগ্ন বাজারের কাছে ওই গোডাউন থেকে কালো ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা।এরপর মাটিগাড়া থানায় খবর দেওয়া হয়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।এরপর খবর দেওয়া দমকল বিভাগকে।প্রথমে মাটিগাড়া দমকল বিভাগের দুটি ইঞ্জিন পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।এরপর শিলিগুড়ি থেকে আরও দুই ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে।আগুন ভয়াবহ আকার ধারণ করলে এনডিআরএফ দলকে খবর দেওয়া হয়।
দমকল ও এনডিআরএফ দলের যৌথ প্রচেষ্টায় প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।যদিও পুড়ে ছাই হয়ে যায় গোটা গোডাউন।যদিও ঘটনায় হতাহতের কোনো খবর নেই।
মাটিগাড়া দমকল বিভাগের আধিকারিক জানান, ৪টি ইঞ্জিনের চেষ্টায় ২ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।কিভাবে আগুন লাগলো তা এখনও জানা যায়নি।তার তদন্ত করা হচ্ছে।