রোজগার মেলার মাধ্যমে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক

রাজগঞ্জ, ২২ নভেম্বরঃ রোজগার মেলার মাধ্যমে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক।


মঙ্গলবার কেন্দ্র সরকারের তরফে দেশজুড়ে ৪৫ টি যায়গায় এই রোজগার মেলার আয়োজন করা হয়।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে রিমোটের বোতাম চেপে ৭১ হাজার নতুন নিযুক্ত হওয়া কর্মীদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন। পাশাপাশি এদিন যুব সমাজের উদ্দেশে ভাষণও দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।সেই রোজগার মেলার অঙ্গ হিসাবে বিএসএফের রাধারবাড়ি সেক্টর হেডকোয়ার্টারের এই অনুষ্ঠানের মাধ্যমে মহিলা সহ প্রায় ২০০ জন জনকে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হল।এদিন তাদের মধ্যে ২৫ জনের হাতে নিয়োগ পত্র তুলে দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। 

এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক বলেন, প্রধানমন্ত্রী নরন্দ্রেমোদীর সরকার প্রতিজ্ঞাবদ্ধ দেশের যুবসমাজের বেকারত্ব দূর করতে।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের ১০ লক্ষ যুবক যুবতীদের সরকারি চাকরি দেওয়ার কথা বলেছেন।আমরা গত মাসে দেখেছি গত মাসে রোজগার মেলার মাধ্যমে প্রায় ৭৫ হাজার যুবক যুবতীদের হাতে চাকরির নিয়োগ পত্র তুলে দেওয়া হয়েছে।আজও এই রোজগার মেলার মাধ্যমে প্রায় ৭১ হাজার যুবক যুবতীদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হল।


এদিন রোজগার মেলার উপস্থিত ছিলেন বিএসএফের   নর্থ বেঙ্গল ফান্টিয়ারের ইন্সপেক্টর জেনারেল অজয় সিং সহ বিএসএফের আধিকারিক সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *