করোনায় পড়াশোনায় ঘাটতি, ২০২১-এ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে কমছে ৩০-৩৫ শতাংশ সিলেবাস

করোনা পরিস্থিতির জন্য পড়াশোনার ঘাটতি হয়েছে অনেক।যে কারণে ছাটাই করা হল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক ২০২১ এর সিলেবাস।বুধবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘোষণা করেন, ২০২১ সালে যারা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে বসবে তাদের সিলেবাস ৩০-৩৫ শতাংশ কম করা হয়েছে।  মধ্যশিক্ষা পর্ষদ, উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ও সিলেবাস কমিটি একসঙ্গে এনিয়ে রাজ্য সরকারের কাছে প্রস্তাব পাঠিয়েছিল। সেই প্রস্তাব মেনে নিয়েছে রাজ্য সরকার।


ঘোষণার পর ইতিমধ্যেই মধ্যশিক্ষা পর্ষদের ওয়েবসাইটে আগামী বছরের মাধ্যমিকের সিলেবাসে কোন কোন চ্যাপ্টার বাদ দেওয়া হয়েছে তা দিয়ে দেওয়া হয়েছে।

অন্যদিকে এদিন অনুমোদিত প্রত্যেক স্কুলের প্রধান শিক্ষক-শিক্ষিকা ও ভারপ্রাপ্ত শিক্ষকদের উদ্দেশ্যে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় বলেছেন, ‘শিক্ষামন্ত্রীর নির্দেশ অনুসারে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ ২০২১ সালের মাধ্যমিক পরীক্ষার সিলেবাস ৩০ থেকে ৩৫ শতাংশ হ্রাস করেছে। প্রতিটি বিষয়ের অধ্যায় বা চ্যাপটার ভিত্তিক নম্বর বিন্যাসের রূপরেখা খুব শিগগির বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হবে।’


শিক্ষামন্ত্রীর ঘোষণা অনুসারে, ৩০ শতাংশ থেকে ৩৫ শতাংশ বাদ দেওয়ার পরে ২০২১ সালের মাধ্যমিক পরীক্ষার প্রতিটি বিষয়ের সিলেবাস কী দাঁড়াল তা দেখে নেওয়া যাক:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *