কোচবিহারের হেরিটেজকে তুলে ধরতে আয়োজিত হতে চলেছে ‘রান ফোর হেরিটেজ’ ম্যারাথন দৌড়, উদ্যোগ জেলা পুলিশের

কোচবিহার, ১৯ নভেম্বরঃ কোচবিহারের হেরিটেজকে তুলে ধরতে ‘রান ফোর হেরিটেজ’ ম্যারাথন দৌড়ের আয়োজন করতে চলেছে কোচবিহার জেলা পুলিশ।আগামী ১০ ডিসেম্বর আন্তর্জাতিক স্তরের এই ম্যারাথন দৌড় আয়োজিত হবে।


শনিবার কোচবিহার জেলা পুলিশ কনফারেন্স হলে একটি বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতার কথা ঘোষণা করেন কোচবিহার জেলা পুলিশ সুপার সুমিত কুমার।সঙ্গে উপস্থিত ছিলেন ভারতের অ্যাথলিট স্বপ্না বর্মন সহ অন্যান্য পুলিশ আধিকারিক ও জেলার বিশিষ্ট ব্যক্তিত্বরা।পাশাপাশি এদিন রান ফোর হেরিটেজ ম্যারাথন দৌড়ের ম্যাসকটের উন্মোচন করা হয়।ম্যাসকট হিসেবে কোচবিহারের ঐতিহ্য মোহনকে( কচ্ছপ) রাখা হয়েছে।

এই বিষয়ে জেলা পুলিশ সুপার সুমিত কুমার বলেন, কোচবিহারের হেরিটেজকে তুলে ধরার জন্য এই ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়েছে।দুটি ভাগে এই ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হবে।ছেলেদের জন্য ২১ কিলোমিটার ও মেয়েদের জন্য ১০ কিলোমিটার।পুরস্কার হিসেবে আর্থিক অনুদানও রাখা হয়েছে।কোচবিহার হেরিটেজ ঘোষণা হলেও এর সম্পর্কে এখনও মানুষেরা জানেন না।কোচবিহারের হেরিটেজের ইতিহাসকে তুলে ধরার জন্যই এই ম্যারাথনের আয়োজন করা হয়েছে।


অনুষ্ঠানে উপস্থিত হয়ে অ্যাথলিট স্বপ্না বর্মন বলেন, খুব ভালো উদ্যোগ গ্রহণ করেছে কোচবিহার জেলা পুলিশ।যা সত্যি প্রশংসনীয়।আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে ভালো লাগছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *