শিলিগুড়ি, ৭ ফেব্রুয়ারিঃ লক্ষাধিক টাকার অবৈধ রুপোর অলঙ্কার সহ দুজনকে গ্রেফতার করল প্রধাননগর থানার পুলিশ।ধৃতদের নাম কেশব কুমার শর্মা(২৭) এবং শিবম সোনি(২৬)।কেশব ভক্তিনগর থানা অন্তর্গত বঙ্কিমনগর এলাকার এবং শিবম আগ্রার বাসিন্দা।
জানা গিয়েছে, সোমবার রাতে প্রধাননগর থানার সাদা পোশাকের পুলিশ জংশনে বিহার বাস স্ট্যান্ডে কেশব এবং শিবমকে সন্দেহের ভিত্তিতে আটক করে।দুজনের ব্যাগে তল্লাশি চালাতেই উদ্ধার হয় ২১ কিলো অবৈধ রুপোর অলঙ্কার।
উদ্ধার হওয়া রুপোর অলঙ্কারের কোন বৈধ নথী দেখাতে না পারায় দুজনকে গ্রেফতার করে পুলিশ।ধৃতদের আজ শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে।