ভগিনী নিবেদিতার জন্মদিনে সেফ হাউসে ফল বিতরণ করল মহিলা সংগঠন

শিলিগুড়ি, ২৮ অক্টোবরঃ প্রথমবার সেফ হাউসে করোনা আক্রান্তদের মধ্যে ফল বিতরণ করল বেসরকারি সংগঠন।


আজ ভগিনী নিবেদিতার জন্মদিন, তিনি তার নিজের গোটা জীবন উৎসর্গ করেছিলের মানুষের সেবায়।তার এই কাজকে পাথেয় করেই আজ রাজ্যজুড়ে বিভিন্ন জেলায় এমনটাই কর্মসূচী গ্রহণ করেছে রাষ্ট্র সেবিকা সমিতি অখিল ভারতীয় মহিলা সংগঠন।এই অখিল ভারতীয় মহিলা সংগঠন রয়েছে রাজ্যের বিভিন্ন জেলায়।

শিলিগুড়ির দায়িত্বে থাকা সংগঠনের সদস্যা শান্তা পাল জানান, ইন্ডোর স্টেডিয়ামে সেফ হাউসে যারা আসছেন তাদের মধ্যে অনেকেই দুঃস্থ পরিবারের।তাদেরকে সামান্য সাহায্যের হাত বাড়াতেই সংগঠনের এই উদ্যোগ।এছাড়াও আজকের দিনে রাজ্যের বেশকিছু জায়গায় তাদের সেবামূলক কাজ চলছে।   


অন্যদিকে মহিলা সংগঠনের এই উদ্যোগকে কুর্নিশ জানিয়ে সেফ হাউসের ডাক্তার এস পি দে জানান, কোভিড আক্রান্ত হলে রোগীদের মনোবল অনেকটাই ভেঙে যায়।তখন প্রয়োজন হয় সমাজের সহানুভূতি।তিনি আরও জানান, এর আগে কোন সংগঠন এই উদ্যোগ নেয়নি, রাস্ট্রীয় সেবিকা সমিতির এই উদ্যোগ সকল মানুষকে নতুন দিশা দেখাবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *