শিলিগুড়ি, ১৪ ফেব্রুয়ারিঃ পুলওয়ামা হামলার চতুর্থ বর্ষপূর্তি।২০১৯ সালের আজকের দিনে শহীদ হয়েছিলেন ৪০ জন সেনা জওয়ান।
এদিন শিলিগুড়ির বাঘাযতীন পার্কের সামনে শহীদ সেনা জওয়ানদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলো শিলিগুড়ির দুটি স্বেচ্ছাসেবী সংগঠন।
এদিন শহীদ জওয়ানদের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।পাশাপাশি পথচলতি পুলিশকর্মী ও বহু মানুষও পুলওয়ামা হামলায় শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।