শিলিগুড়ি, ২৭ অক্টোবরঃ সামনে দীপাবলি।তাঁর আগে শিলিগুড়িতে লক্ষাধিক টাকার নিষিদ্ধ শব্দবাজি ও আতশবাজি উদ্ধার করল শিলিগুড়ি থানার পুলিশ।বুধবার দুপুরে মহাবীরস্থানে একটি দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ শব্দবাজি উদ্ধার করে পুলিশ।আটক করা হয়েছে এক ব্যক্তিকে।
অভিযোগ, শহরজুড়ে বিভিন্ন জায়গায় কালিপুজোর আগে নিষিদ্ধ শব্দবাজি মজুত করা হয়েছে।অভিযানে নেমে কয়েকটি থানা ইতিমধ্যেই লক্ষাধিক টাকার বাজি উদ্ধার করেছে।পুজোর আগে নিষিদ্ধ শব্দবাজির দাপট রুখতে পুলিশের লাগাতার অভিযান চলবে বলে জানা গিয়েছে।