শহরজুড়ে পানীয় জলের সমস্যা! সমস্যা সমাধানে পুরনিগমে বৈঠক

শিলিগুড়ি, ২৪ জুলাইঃ শহরজুড়ে পানীয় জলের সমস্যা।সমস্যা সমাধানে সোমবার পুরনিগমে সেচ দপ্তর, পিএইচই, তিস্তা ব্যারেজ প্রজেক্ট আধিকারিকদের সঙ্গে বৈঠক সারলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব


জানা গিয়েছে, এদিনের বৈঠকে জল সমস্যা সমাধানের প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।মূলত শিলিগুড়ি শহরে পানীয় জলের সমস্যা সমাধানে একটি বড় প্রকল্প নিয়েছে শিলিগুড়ি পুরনিগম। এদিন প্রকল্পের অগ্রগতিও খতিয়ে দেখা হয়।পাশাপাশি পানীয় জলের সমস্যা সমাধানে আর কি কি করনীয় রয়েছে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

উল্লেখ্য, বেশকিছুদিন ধরে পানীয় জলের সমস্যায় ভুগছে শহরবাসী।যে কারণে শহরবাসীর মধ্যে বাড়ছে ক্ষোভ।সেই সমস্ত সমস্যা সমাধানের লক্ষ্যে এদিন বৈঠক করা হয়।


এদিন বৈঠক শেষে মেয়র গৌতম দেব বলেন, জল সরবরাহের জন্য একটি বড় প্রকল্প নেওয়া হয়েছে তা সম্পূর্ণ হতে সময় লাগবে।তবে তার আগে একটি ছোট ইনটেক ওয়েল তৈরি করা হবে যা খুবই প্রয়োজনীয়।তার জন্য ইতিমধ্যেই কাজ শুরু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *