সাহু নদীর ওপর তৈরি করা হচ্ছে অবৈধ সেতু, অভিযোগ পেয়েই সেতুর কাজ বন্ধ করল সেচ দপ্তর    

শিলিগুড়ি, ২৩ মার্চঃ সাহু নদীর ওপর অবৈধভাবে তৈরি করা হচ্ছে লোহার সেতু।বিষয়টি জানতে পেরেই সেই সেতু তৈরির কাজ বন্ধ করে দিল সেচ দপ্তর।


জানা গিয়েছে, ডাবগ্রাম ২ নম্বর অঞ্চলের ঠাকুরনগর ও বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের মাঝ বরাবর বয়ে গেছে সাহু নদী।অভিযোগ, সেখানে মানুষের অসুবিধার কথা বলে এলাকার কিছু যুবক সরকারের বীনা অনুমতিতে সাহু নদীর ওপর লোহার সেতু তৈরি করে চর দখলের চেষ্টা করছে।সরকারি জমি দখল করে তা বিক্রিও করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বিষয়টি প্রথমে জানতে পারেন জলপাইগুড়ি জেলা পরিষদের সদস্য দেবাশিষ প্রামাণিক।এরপরই নড়েচড়ে বসেন তিনি।ঘটনার পর বিষয়টি জানানো হয় সেচ দপ্তর ও ডাবগ্রাম ২ নম্বর পঞ্চায়েত প্রধান সুধা সিংহ রায়কে।


অভিযোগ পেয়েই আজ এলাকা সরেজমিনে খতিয়ে দেখতে জলডুমুর এলাকায় পৌঁছান স্থানীয় প্রধান সুধা সিংহ রায় ও সেচ দপ্তরের আধিকারিকেরা।সমস্ত দিক খতিয়ে দেখে সেতুর কাজ বন্ধ করে দেওয়া হয়।পাশাপাশি পুলিশকে নজরদারি রাখার নির্দেশও দিয়েছে সেচ দপ্তর।

দ্রুত এই বিষয়ে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস দেন প্রধান সুধা সিং রায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *