শিলিগুড়ি, ২১ এপ্রিলঃ ডাবগ্রাম ২ নম্বর অঞ্চলের ঠাকুরনগর ও বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের জলডুমুর এলাকায় সাহু নদীর ওপর অবৈধভাবে লোহার ব্রিজ ভেঙে দিল প্রশাসন।
জানা গিয়েছে, সাহু নদীর ওপর ব্রিজ বানিয়ে চলছিল নদীর চর দখল।বিষয়টি প্রশাসনের নজরে আসতেই গত ২৩ শে মার্চ সেচ দফতরের আধিকারিক, ডাবগ্রাম-২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুধা সিংহ চ্যাটার্জি সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা ঘটনাস্থলে গিয়ে ব্রিজের কাজ বন্ধ করে দেয়।বেশ কিছুদিন কাজ বন্ধ থাকার পর ফের রাতের অন্ধকারে ব্রিজের কাজ করা হচ্ছিল বলে অভিযোগ।এরপরই বৃহস্পতিবার রাজগঞ্জের বিডিও,সেচ দপ্তরের আধিকারিকদের উপস্থিতিতে এনজেপি থানা ও আমবাড়ি ফাঁড়ির সহযোগিতায় বিরাট পুলিশবাহিনী গিয়ে সেই অবৈধ ব্রিজ ভেঙে দেয়।তবে প্রশাসনিক কাজে বাঁধা দেন স্থানীয়রা।পুলিশ তাদের হটিয়ে দিয়ে ব্রীজ ভাঙার কাজ শুরু করে।
এই ধরণের কাজের নিন্দা করেন রাজগঞ্জের বিডিও পঙ্কজ কোনার ও প্রধান সুধা সিংহ চ্যাটার্জি।