শিলিগুড়ি, ৬ ডিসেম্বরঃ শিলিগুড়িতে ফের সক্রিয় হয়ে উঠেছে মাদক কারবার।গত বুধবার এসওজি এবং ভক্তিনগর থানা পুলিশের অভিযানে ৫০ লক্ষ টাকার মাদক উদ্ধার হয়।এর ২৪ ঘণ্টা পর ফের যৌথভাবে অভিযান চালিয়ে লক্ষাধিক টাকা ব্রাউন সুগার সহ তিনজনকে গ্রেফতার করলো এসওজি এবং প্রধাননগর থানার পুলিশ।
ধৃতদের নাম অন্তো দাস, নূর আলম মোমিন এবং সফিকূল ইসলাম।অন্তো দাস মাটিগাড়া এবং বাকি দুজন মালদার কালিয়াচকের বাসিন্দা।জানা গিয়েছে, মালদার কালিয়াচক থেকে ব্রাউন সুগার ডেলিভারি করতে বৃহস্পতিবার শিলিগুড়ির তিন নম্বর ওয়ার্ডে মহানন্দা ব্রিজের নীচে একটি স্কুলের কাছে পৌঁছয় নূর আলম মোমিন এবং সফিকূল ইসলাম।এই খবর পেয়েই এসওজি এবং প্রধাননগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।দুজনকে সন্দেহ হওয়ায় তাদের তল্লাশি নেওয়া হয়।তল্লাশিতে উদ্ধার হয় ৫০০ গ্রাম ব্রাউন সুগার।
তাদের জিজ্ঞাসাবাদ করে জানা যায় ব্রাউন সুগার ডেলিভারি নেওয়ার জন্য এক ব্যক্তি আসছে।এরপর সেই ব্যক্তিকে ধরতে অপেক্ষা করে পুলিশ।স্কুটিতে করে ব্যক্তি ঘটনাস্থলে আসতেই পাকড়াও করা হয় তাকে।
আজ ধৃতদের আদালতে পেশ করা হয়েছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।