রাজগঞ্জ, ৩ মেঃ প্রশাসনের তরফ থেকে বারবার সতর্ক করা হলেও সেই বিষয়ে ভ্রুক্ষেপ নেই শিকারপুর হাটের ক্রেতা-বিক্রেতাদের।বিশেষ করে পাইকারি বাজারে সামাজিক দূরত্ব বজায় না রেখেই চলছে কেনাবেচা।রবিবারও দেখা গেল একই চিত্র।
সপ্তাহে বুধ ও শনিবার শিকারপুর হাট হলেও বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে তা বন্ধ করে দেয় প্রশাসন।ওই দুই দিন বাদে সপ্তাহে বাকি পাঁচদিন হাট বসানোর সিদ্ধান্ত নেওয়া হয় প্রশাসনের তরফে।কিন্তু সেইমতো হাট চললেও মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। বিষয়টি নিয়ে প্রশাসনের পক্ষ থেকে হাট কমিটির সঙ্গে বৈঠক করা হলেও অবস্থার কোনো পরিবর্তন হচ্ছে না।
এদিকে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা ওই ছবি তুলতে গেলে একশ্রেণীর কাছে বাধাপ্রাপ্ত হতে হচ্ছে বলে অভিযোগ।গোটা ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহল থেকে।