‘সম্মান এর বাড়ি’ শিলিগুড়িতে, আনন্দে চোখে জল প্রবীণদের

শিলিগুড়ি, ১৪ নভেম্বরঃ শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে উদ্বোধন হল ‘সম্মানের বাড়ি’।শহরের প্রবীণ মানুষদের কথা ভেবে এই সম্মানের বাড়ি তৈরি করা হয়েছে।


শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ ও রোটারি ক্লাব অফ উত্তরায়ণের তরফে উত্তরায়ণ টাউনশিপে এই নতুন সম্মানের বাড়ি তৈরি করা হয়েছে।এখানে শহরের প্রবীণ নাগরিকেরা যেতে পারবেন।যারা বিশেষ করে বাড়িতে একা থাকেন তাদের জন্য এই ক্লাব বানানো হয়েছে।তাদের জন্য সেখানে মনোরঞ্জনের বিভিন্ন ব্যবস্থা থাকছে।একদিকে যেমন সেখানে গিয়ে তারা সহ নাগরিকদের সঙ্গে আলাপচারিতা করতে পারবেন তেমনি সেখানে টিভি সহ আরও আনুষাঙ্গিক বিভিন্ন বিনোদনের ব্যবস্থা থাকছে।

রবিবার শিলিগুড়ির উত্তরায়ণ টাউনশিপে এই নতুন ‘সম্মানের বাড়ি’র উদ্বোধন করেন পুলিশ কমিশনার গৌরব শর্মা।তিনি জানান, শহরের প্রবীন যে নাগরিকেরা রয়েছেন তাদের উদ্দেশ্যে আবেদন এখানে তারা মেম্বারশিপ নিতে পারবেন।একটি নম্বরও দেওয়া হয়েছে পুলিশের তরফে।সেই নম্বরে যোগাযোগ করলে পুলিশকর্মীরাই তাদের বাড়িতে গিয়ে মেম্বারশিপ করাবেন। প্রবীন নাগরিকেরা উত্তরায়ণ টাউনশিপে এই নতুন সম্মানের বাড়িতে যেতে পারবেন এবং সেখানে সময় কাটাতে পারবেন।পাশাপাশি তিনি আরও জানান, এখন থেকে বিশেষ করে একা থাকেন যে বয়স্ক নাগরিকেরা তাদের বাড়িতে গিয়ে স্বাস্থ্যের খোঁজ নেওয়া হবে।যারা এই সম্মানের বাড়ির সদস্য হবেন নিয়মিত তাদের সঙ্গে যোগাযোগ রাখা হবে।তাদের কোনো সমস্যা আছে কিনা সেটাও দেখা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *