শিলিগুড়ি, ১৬ মেঃ স্টেশন হেড কোয়ার্টার শিলিগুড়ি সিভিলিয়ান ওয়ার্কার্স ইউনিয়নের ১৯তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল বাগডোগরায়।
সোমবার সকালে বাগডোগরার বিহার মোড়ে বার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়।এদিন সম্মেলনে সংগঠনের সদস্যরা পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে মাল্যদান করেন।সন্মেলনে সংগঠনের বিভিন্ন সমস্যা ও আগামী দিনে সংগঠনের কর্মসূচী নিয়ে আলোচনা করা হয়।
উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য রামসেবক মণী, আকাশ লামা, রতন বনজা সহ অন্যান্যরা।