সামনেই ছিল বিয়ে, কিন্তু তাঁর আগে পাত্রের মর্মান্তিক মৃত্যুতে শোকে পাথর পাত্রী

শিলিগুড়ি, ১৬ আগস্টঃ সামনের অক্টোবরে বিয়ে ছিল। কেনাকাটাও শুরু হয়ে গিয়েছিল বিয়ের। কিন্তু বিয়ের দুইমাস আগে পাত্রের জলে ডুবে মৃত্যু হল। ঘটনার কথা শোনার পর শোকে পাথর পাত্রী। স্বপ্ন ছিল বিয়ে করে একসঙ্গে সংসার করবেন। কিন্তু সেই প্রিয় মানুষের নিথর দেহ দেখতে হল চোখের সামনে।


মঙ্গলবার আমবাড়ির কাছে করতোয়া ব্যারেজে স্নান করতে গিয়ে শিলিগুড়ির ৩৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শুভঙ্কর দাসের মৃত্যু হয়। ঘটনার কথা শুনতেই কান্নায় ভেঙে পড়েছে পরিবার। শোকের ছায়া পুরো এলাকায়। এদিকে সামনের ৪ সেপ্টেম্বর শুভঙ্কর দাসের সঙ্গে হলদিবাড়ির বাসিন্দা এক যুবতীর রেজিস্ট্রি হওয়ার দিন ঠিক হয়েছিল।  অক্টোবরে তাঁদের বিয়ে ছিল। কেনাকাটাও শুরু হয়ে গিয়েছিল দুই পরিবারের। কিন্তু মঙ্গলবার ঘটনায় দুই পরিবার কান্নায় ভেঙে পড়েছে। কী থেকে কী হয়ে গেল তা এখন ভেবে পাচ্ছেন না কেউ।

মঙ্গলবার এক বন্ধু ও আত্মীয়ের সঙ্গে করতোয়া ব্যারেজে স্নান করতে গিয়ে জলে ডুবে মারা যান শুভঙ্কর দাস। তিনি এনজেপি স্টেশনে ইয়ার্ড মাস্টার ছিলেন। বুধবার ময়নাতদন্তের পরে বিকেলে দেহ ৩৬ নম্বর ওয়ার্ডে বাড়িতে পৌছায়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibom 760 girişJojobetjojobetCasibom GirişJojobet GirişcasibomCasibomHoliganbet GirişMeritkingMarsbahis Yeni