উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব নিলেন অধ্যাপিকা সঞ্চারী রায় মুখার্জি

শিলিগুড়ি, ২২ মেঃ রাজ্যপালের নির্দেশিকা পেয়ে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব নিলেন অধ্যাপিকা সঞ্চারী রায় মুখার্জি।


সোমবার বিশ্ববিদ্যালয়ে সমস্ত দায়িত্ব বুঝে নেন তিনি।এদিন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডিন ও বিশ্ববিদ্যালয়ের আধিকারিকরা নতুন উপাচার্যকে স্বাগত জানান।সঞ্চারী রায় মুখার্জি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপিকার দায়িত্ব পালন করার পাশাপাশি দক্ষিণ দিনাজপুর ও রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।রাজ্যপালের নতুন কোনো নির্দেশ না আসা পর্যন্ত উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব পালন করবেন সঞ্চারী রায় মুখার্জি।

এদিন রাজা রামমোহন রায়ের জন্মজয়ন্তী উপলক্ষে তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি।


এদিন উপাচার্য সঞ্চারী রায় মুখার্জি জানান, নিজের বিশ্ববিদ্যালয় মনে করে সত্যিই খুব খুশি লাগছে। মহিলা শক্তির কথা স্বীকার করে তিনি বলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সহ একাধিক পদে মহিলারা রয়েছে। প্রাক্তন উপাচার্য ওমপ্রকাশ মিশ্রের সময়কালে নেওয়া সকল বিষয় নিয়ে কাজ চলবে। পাশাপাশি ন্যাক সহ একাধিক বিষয়ে কাজ চলবে।

One thought on “উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব নিলেন অধ্যাপিকা সঞ্চারী রায় মুখার্জি

  1. Basudev Paul says:

    My precious all
    New VC has been inducted in. The University of North Bengal had/has been suffering the onslaught of administrative bankruptcy during the current dispensation. This lacks the political good will.
    The temporary VC would/could be wobbling for want of a permanence. Anything gubernatorial has to go with the governor. And here in our state the stately post has been being reduced to a midge. Yes, I personally want the present incumbent does his/her work in the larger interest of the he students. They are the possibilities. To unhold and up their morale has been a since qua non for every HOI.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *