পুজোর থিম ‘পুরুষদের দায়বদ্ধতা ও ব্যাথা’, আয়োজন শিলিগুড়ির সংহতি ক্লাবের

শিলিগুড়ি, ৮ নভেম্বরঃ  কালিপুজোর থিম ‘পুরুষদের দায়বদ্ধতা ও ব্যাথা’।এই থিমেই এবছর কালিপুজোর আয়োজন শিলিগুড়ির পূর্ব বিবেকানন্দপল্লীর সংহতি ক্লাবের।৫৩ তম বর্ষে তাদের থিম “পুরুষের দায়বদ্ধতা ও ব্যথা’।


এবছর পুরুষদের কথা ভাবনা চিন্তা করে পুজো মণ্ডপের ভাবনা নিয়েছে সংহতি ক্লাব।পুরুষদের পরিবারের প্রতি দায়িত্বভার, কাজের প্রতি চিন্তা, দুঃখ হাসি-খুশী, মান অভিমান সমস্তটাই থিমের মধ্য দিয়ে ধরা হবে।পাশাপাশি আলোকসজ্জা ও প্রতিমায় বিশেষ চমক থাকছে।

এদিন পুজো কমিটির সম্পাদক সুজন সাহা জানান, পুরুষদের পরিবার স্ত্রী, সন্তান, বাবা মায়ের প্রতি যে দায়বদ্ধতা থাকে এবং তাদের দুঃখ হাসি-খুশী সমস্তটাই প্যান্ডেলে তুলে ধরা হবে।শ্যমা মাকে এখানে একজন সাধারণ গৃহবধূ রুপে দেখা যাবে।পুরোপুরো পারিবারিক বিষয় ফুটিয়ে তোলা হবে।আগামী ১২ নভেম্বর পুজোর উদ্বোধন করার কথা রয়েছে বলে জানান তিনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *