রেঞ্জ অফিসার সঞ্জয় দত্তের বদলির প্রতিবাদে বিক্ষোভ স্থানীয়দের

রাজগঞ্জ, ১৮ জুলাই: বেলাকোবার রেঞ্জ অফিসার সঞ্জয় দত্তের বদলির প্রতিবাদে বিক্ষোভ দেখাল স্থানীয় বাসিন্দারা।


শুক্রবার যৌথ বন পরিচালন কমিটির সদস্যরা রেঞ্জ অফিসে গিয়ে রেঞ্জারের পাশে থাকার বার্তা দেন। আজ স্থানীয় বাসিন্দাদের একাংশ রেঞ্জ অফিসে গিয়ে সঞ্জয় দত্তের বদলির প্রতিবাদে বিক্ষোভ দেখান।

আন্দোলনকারীরা বলেন, রেঞ্জার সঞ্জয় দত্ত একজন সৎ এবং নিষ্ঠাবান অফিসার। বন ও বনজ সম্পদ রক্ষার্থে তার বিশাল অবদান রয়েছে। এছাড়া অসহায় মানুষদের আপদে-বিপদে পাশে দাঁড়ান সঞ্জয় দত্ত।


তিনি আইন মেনেই সোনাজয়ী স্বপ্না বর্মনের বাড়িতে অভিযান করেছেন। তা সত্ত্বেও তাকে অনৈতিকভাবে বদলি করা হচ্ছে। এরই প্রতিবাদে বিক্ষোভ দেখান স্থানীয়রা। সঞ্জয় দত্তের বদলি রদ না করা হলে আত্মহত্যারও হুমকি দেন আন্দোলনকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Casibom GirişJojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslar