শিলিগুড়ি, ২৩ এপ্রিলঃ মানব একতা দিবস উপলক্ষে সন্ত নিরংকারী চ্যারিটেবল ফাউন্ডেশনের তরফে রক্তদান শিবিরের আয়োজন করা হল।এদিন শিবিরের উদ্বোধন করেন শিলিগুড়ি পুরনিগমের চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী।
জানা গিয়েছে, সন্ত নিরংকারী মিশনের তরফে বিভিন্ন সময়ে সারা বিশ্বজুড়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।সেই কর্মসূচির অংশ হিসেবে আজ রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে।এদিন মোট ৩০৮ ইউনিট রক্ত সংগৃহীত হয়।সংগৃহীত রক্ত উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ও শিলিগুড়ি মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিনের শিবিরে শিলিগুড়ি ছাড়াও দার্জিলিং, কালিম্পং, কার্শিয়া এবং মংপু এলাকার ভক্তরা অংশগ্রহণ করেন।