ফাঁসিদেওয়া, ৩০ ডিসেম্বরঃ ফাঁসিদেওয়ার বিধাননগরের মুরলিগঞ্জে কোটি টাকার সাপের বিষ সহ গ্রেফতার দুই পাচারকারী।ধৃতদের নাম হল মহম্মদ কলিমউদ্দিন ও জুবের খান।কলিমউদ্দিন ইসলামপুরের ও জুবের খান আন্ধ্রপ্রদেশের বাসিন্দা।
বনবিভাগ সূত্রে খবর, ঘোষপুকুর বনবিভাগের রেঞ্জার সোনম ভুটিয়া ও এসএসবি ৪১ ব্যাটেলিয়ান যৌথ উদ্যোগে অভিযান চালিয়ে এই সাফল্য পায়।গোপন সূত্রে খবর আসে যে বাংলাদেশ থেকে সাপের বিষ মালদা হয়ে নেপালে পাচার করা হবে।এরপর অভিযান চালিয়ে বনবিভাগ ও ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরোর আধিকারিকেরা সন্দেহজনক একটি বাইক আটক করে।তল্লাশি চালিয়ে একটি বুলেট প্রুফ ক্রিস্টল কাঁচের জারে প্রায় ২কেজি ৫২৯ গ্রাম সাপের বিষ উদ্ধার হয়।
এই বিষয়ে কার্শিয়াঙ এর এডিএফও দীপেন বিশ্বকর্মা বলেন, শুক্রবার ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে।গোটা বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে।
প্রসঙ্গত, গত ১৫ অক্টোবর ফাঁসিদেওয়ার মুরলিগঞ্জ এলাকায় ঘোষপুকুরে বনদপ্তরের অভিযানে ফ্রান্সে তৈরি বুলেট প্রুফ কাঁচের জারে প্রায় ২ কেজি ৫১৭ গ্রাম সাপের বিষ সহ একজনকে গ্রেফতার করা হয়েছিল।