একাধিক দাবিতে মহকুমাশাসককে স্মারকলিপি প্রদান করল সারা ভারত কৃষি ও গ্রামীণ মজুর সমিতি

শিলিগুড়ি, ১৫ সেপ্টেম্বরঃ এই অর্থবর্ষে ৩১ মার্চ ২০২১ পর্যন্ত সমস্তরকম ঋণ মুকুব সহ একাধিক দাবিতে মঙ্গলবার শিলিগুড়ির মহকুমাশাসক সুমন্ত সহায়কে স্মারকলিপি প্রদান করল সারা ভারত কৃষি ও গ্রামীণ মজুর সমিতি।


সারা ভারত কৃষি ও গ্রামীণ মজুর সমিতির দাবী কোভিড এবং নন কোভিড সব ধরণের রোগির উন্নত মানের সরকারি চিকিৎসা সুনিশ্চিত করতে হবে, সমস্ত ধরনের ক্ষুদ্র ঋণ ও মাইক্রোফাইন্যান্স স্বনির্ভর গোষ্ঠীর ঋন, কৃষি ঋণ মুকুব করতে হবে।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সমিতির এক সদস্য জানান, কোভিড পরিস্থিতিতে রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের কাছে আবেদন করছি যাতে সমস্ত ধরনের ক্ষুদ্র ঋণ, মাইক্রোফাইন্যান্স, স্বনির্ভর গোষ্ঠীর ঋন, কৃষি ঋণ মুকুব করা হয়।অবিলম্বে তাদের দাবি না মানা হলে বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে জানান সমিতির সদস্যরা।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *