শিলিগুড়ি, ২৬ ডিসেম্বরঃ ষাঁড়ের ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির।শিলিগুড়ির ৭ নম্বর ওয়ার্ডের খালপাড়া ফাঁড়ির সামনে ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাস্তার মধ্যে দুটি ষাড়ের লড়াই চলছিল।সেইসময় ব্যক্তি সাইকেলে নিয়ে যাচ্ছিলেন।একটি ষাঁড় ব্যক্তিকে ধাক্কা দিলে ড্রেনে পড়ে যান তিনি।এরপর ষাঁড়টিও ড্রেনের মধ্যে পড়ে যায়।ঘটনার পর তড়িঘড়ি স্থানীয়রা ব্যক্তিকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষনা করে।
এদিকে খবর পেয়ে দমকল ঘটনাস্থলে পৌঁছে ড্রেনে পড়ে যাওয়া ষাঁড়টিকে উদ্ধার করে।যদিও এখনও অবধি ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।