শিলিগুড়ির দুটি রুটে শুরু হলো সরকারি সিটি বাস পরিষেবা

শিলিগুড়ি, ৪ মার্চঃ শিলিগুড়ির দুটি রুটে আজ থেকে শুরু হলো সরকারি সিটি বাস পরিষেবা।সোমবার ফিতে কেটে, সবুজ পতাকা দেখিয়ে সিটি বাস দুটির সূচনা করলেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব।


জানা গিয়েছে, একটি বাস এনজেপির নেতাজি মোড় থেকে মিলন মোড় পর্যন্ত চলবে।অন্যটি এনজেপি নেতাজি মোড় থেকে সালুগাড়া অবধি চলবে।১০টাকা থেকে ২৫টাকার মধ্যেই ভাড়া ধার্য করা হয়েছে।নেতাজি মোড় থেকে মিলন মোড় পর্যন্ত রুটটিতে ১৫টি স্টপেজ রয়েছে এবং দ্বিতীয়টিতে ১১টি স্টপেজ রয়েছে।

দীর্ঘদিন ধরে এই বাস পরিষেবার দাবি ছিল শহরবাসীর।এই সিটি বাস পরিষেবা পেয়ে অনেকেই উপকৃত হবেন বলে জানান মেয়র।উল্লেখ্য, এই রুটে আগে প্রায় ১০টি বাস চলাচল করতো।কোন কারণবশত সেই রুটে বাস পরিষেবা বন্ধ হয়ে যায়।প্রায় ছয় বছর পর পুনরায় বাস পরিষেবা শুরু হল।


এদিন উপস্থিত ছিলেন উত্তরবঙ্গের রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ডিভিশনাল ম্যানেজার শ্যামল সরকার, শিলিগুড়ি পুরনিগমের ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শম্পা নন্দী, পুরনিগমের ৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিমান চন্দ্র তপাদার, পুরনিগমের ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তাপস চ্যাটার্জী সহ শিলিগুড়ি টাউন ব্লক ৩ আইএনটিটিইউসি নিউ জলপাইগুড়ি শাখার সভাপতি সুজয় সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *