সরকারি জমি থেকে মাটি পাচারের অভিযোগ ঘিরে চাঞ্চল্য রাজগঞ্জে  

রাজগঞ্জ, ২১ ফেব্রুয়ারিঃ সরকারি জমি থেকে পাচার হয়ে যাচ্ছে মাটি।এই ঘটনায় স্থানীয় এক তৃণমূলের পঞ্চায়েত সদস্য জড়িত রয়েছে বলে অভিযোগ উঠেছে।রাজগঞ্জের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের মগরশোভা এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।


জানা গিয়েছে, কয়েকদিন থেকে রাজগঞ্জ ব্লকের মগরশোভা-দেমদেমা এলাকায় দিনের বেলা প্রকাশ্যেই জেসিবি দিয়ে মাটি কেটে ডাম্পার বোঝাই করে তা পাচার করা হচ্ছে।

এই বিষয়ে মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল অঞ্চল সহসভাপতি মানিক রায় বলেন, যেখান থেকে মাটি কাটা হচ্ছে সেখানে আগে নদী ছিল।এখন পতিত জমিতে পরিণত হয়েছে।স্থানীয় তৃণমূলের পঞ্চায়েত সদস্য সুভাষচন্দ্র রায়ের মদতে মাটি মাফিয়ারা ওই সরকারি জমি থেকে মাটি কেটে পাচার করছে।প্রতিবাদ করলে হুমকি শুনতে হচ্ছে।এই ঘটনায় শুধু দলের বদনাম নয়, এলাকারও ক্ষতি হচ্ছে।তাই প্রশাসনের পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছি।


যদিও পঞ্চায়েত সদস্য সুভাষ রায় বলেন, আমার নামে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।কে বা কারা অবৈধভাবে সরকারি জমি থেকে মাটি কেটে পাচার করছে।বিষয়টি জানার পর আমি নিজে গিয়ে ওই কারবার বন্ধ করে দিয়েছি।ঘটনাটি প্রশাসনকে জানানো হবে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *