শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে সরস মেলার আয়োজন

শিলিগুড়ি, ৫ জানুয়ারিঃ পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন বিভাগের উদ্যোগে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে ৬তম সরস মেলার আয়োজন করা হল।


জানা গিয়েছে, এই মেলা চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত।প্রতিবছর শুধু পশ্চিমবঙ্গ নয় বাইরের রাজ্য থেকেও স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এই মেলায় নিজদের হাতে তৈরি সামগ্রী নিয়ে হাজির হন।এবছর রাজ্যের ২২টি জেলা থেকে ৫৯টি স্টল বসেছে।এছাড়া অন্যান্য ১২টি রাজ্য থেকে ১৫টি স্টল রয়েছে।সব মিলিয়ে এবছর মোট ১২০টি স্টল বসেছে।এদিন প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে মেলার উদ্বোধন করা হয়।

মূলত, সরস মেলার মাধ্যমে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আয়ের রাস্তা করে দেওয়াই একমাত্র লক্ষ্য। এদিন এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের মন্ত্রী প্রদীপ কুমার মজুমদার।এছাড়াও উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, দার্জিলিং এর জেলাশাসক, শিলিগুড়ি মহকুমাশাসক, শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি সহ অন্যান্যরা।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *