শিলিগুড়ি,৬ আগস্টঃ কয়েকদিনের তীব্র দাবদাহের পর অবশেষে আজ সন্ধ্যা থেকে শহরের বেশকিছু এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়েছে।যার জেরে তাপমাত্রা অনেকটাই কমবে বলে আশাবাদী সকলে।
উল্লেখ্য, গত তিনদিন ধরে শিলিগুড়ি শহর জুড়ে প্রখর রোদ থাকায় তাপমাত্রা বেড়েছিল অনেকটাই।তবে আবহাওয়া দপ্তর জানিয়েছিল আজ বিকেলের পর থেকে সামান্য বৃষ্টি শুরু হতে পারে।সেইমতো শহরের বিভিন্ন এলাকায় আজ বিক্ষিপ্ত বৃষ্টি হয়।অন্যদিকে গতকাল কালিম্পঙে ব্যপক বৃষ্টিপাত হয়।যার জেরে বহু জায়গায় ধস নামে।